সাংবাদিকতা চ্যালেঞ্জিং একটা পেশা

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তিতে বক্তারা

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

সাংবাদিকতা চাইলেই করা যায় না। তথ্যবহুল বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চ্যালেঞ্জ নিতে হয়। অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় এ পেশায়। এ জন্যই বলা হয় সাংবাদিকতা একটা চ্যালেঞ্জিং পেশা। গত ১৭ আগস্ট হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় বর্ষপূর্তিতে বক্তারা এ কথা বলেন।

পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম জহিরুল ইসলাম।

সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, মো. আবু নোমান, এইচ এম এরশাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, দৈনিক নয়া বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এনায়েত উল্লাহ, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, বর্তমান সিনিয়র সহ সভাপতি শিমুল মহাজন, চবি সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শিপক নাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, লে. কর্ণেল দিদারুল আলম পিএসসি (অব.), অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাস্টার মাহমুদুল করিম, নাছির উদ্দিন মুনির, মো. শোয়েব।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক কে এম মনজুরুল হক জাহেদ ও সদস্য সচিব সুমন পল্লবের সার্বিক পরিচালনায় অতিথিবৃন্দ কেক কাটার পাশাপাশি ঐক্য নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, কৃষি, মানবসেবাসহ সতের ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা এবং হাটহাজারী উপজেলার দশজন সাংবাদিককে সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়। অপরদিকে অনুষ্ঠান চলাকালীন নবতরুণ ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বক্তব্য রাখেন প্রকৌশলী জয়শ্রী দে, প্রকৌশলী সালমা খাতুন, সাংবাদিক ন.ম জিয়াউল হক চৌধুরী, আসলাম মোর্শেদ, জি পি এইস ইস্পাত লিমিটেডের এ জি এমমো. নিজাম উদ্দিন রাসেল, মো. মুছা, কাজী আবু তালেব, হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, মো. হোসাইন খোকন, এম ওসমান, সোহেল রানা, ওসমান, মো. শফি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইতালিতে প্রবেশের একদিন পরই বাংলাদেশির মৃত্যু
পরবর্তী নিবন্ধজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা