ওপার দেখতে কাশফুল, ভেতরে তেঁতুল,
প্রদীপের তাপে–চাপে ভবে–ভাবে কালো,
না ছিলো আনন্দ তাতে, না ছিলো ভালো।
হুঁশ না হারিয়ে হুল ফুটিয়ে ঘটে যায় ভুলভ্রান্তি,
দুর্গন্ধ কথার কারাগারে আঁটকে থাকে সুখ–শান্তি।
ফুলে–ফুলে মধু রস এপার কুলোয়,
রঙিনে জীবন ভাসে কোমল তুলোয়।
ভুলগুলো কবে যেনো উইপোকা চিবোয়,
সত্যেরা চুমুকে চুমুকে ফুটে ওঠে আলোয়।