সত্যেরা চুমুকে চুমুকে ফুটে ওঠে

মুনা চৌধুরী | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

ওপার দেখতে কাশফুল, ভেতরে তেঁতুল,

প্রদীপের তাপেচাপে ভবেভাবে কালো,

না ছিলো আনন্দ তাতে, না ছিলো ভালো।

হুঁশ না হারিয়ে হুল ফুটিয়ে ঘটে যায় ভুলভ্রান্তি,

দুর্গন্ধ কথার কারাগারে আঁটকে থাকে সুখশান্তি।

ফুলেফুলে মধু রস এপার কুলোয়,

রঙিনে জীবন ভাসে কোমল তুলোয়।

ভুলগুলো কবে যেনো উইপোকা চিবোয়,

সত্যেরা চুমুকে চুমুকে ফুটে ওঠে আলোয়।

পূর্ববর্তী নিবন্ধআজও ভালোবাসি ওকে
পরবর্তী নিবন্ধগোধূলির ফুল