চট্টগ্রাম রেল স্টেশনে এখনো চালু হয়নি লাগেজ স্ক্যানিং মেশিন

কক্সবাজার রেল স্টেশনে চলছে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজার রেল স্টেশনে যাত্রীদের লাগেজ স্ক্যানিং মেশিন চালু হলেও চট্টগ্রাম স্টেশনে বসানো মেশিনটি গত আড়াই মাসেও চালু হয়নি। যে উদ্দেশ্যে দেশের তিনটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে লাগেজ স্ক্যানিং মেশিন বসানো হয়েছে তার সুফল পাওয়া নিয়ে শংকা প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

গত জুন মাসে একই সময়ে বাংলাদেশ রেলওয়ে ঢাকা কমলাপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার রেল স্টেশনে বসানো হয় তিনটি লাগেজ স্ক্যানিং মেশিন। গুরুত্বপূর্ণ তিনটি রেল স্টেশনে স্ক্যানিং মেশিন বসানো হলেও গত আড়াই মাসে শুধুমাত্র কক্সবাজার স্টেশনের মেশিন চালু করা হয়েছে। এখনো পর্যন্ত চট্টগ্রামঢাকা স্টেশনের স্ক্যানিং মেশিন চালু করা যায়নি। সরেজমিনে চট্টগ্রাম স্টেশনে গিয়ে দেখা যায়, স্ক্যানিং মেশিনটি বন্ধ অবস্থায় রয়েছে। কবে চালু হবে তা কেউ জানাতে পারেননি।

চট্টগ্রাম রেল স্টেশনের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই স্ক্যানিং মেশিন পরিচালনা করবেন স্টেশন মাস্টার, আরএনবি সদস্য, টিকেট কালেক্টররা মিলে। ইতোমধ্যে শুধুমাত্র ১ দিন চট্টগ্রাম স্টেশনের কর্মকর্তাকর্মচারী ও আরএনবির সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরবর্তীতে আবার এসে প্রশিক্ষণ দেয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়নি বলে জানান চট্টগ্রাম স্টেশনের এক কর্মচারী।

এই ব্যাপারে চট্টগ্রাম রেল স্টেশনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর আমান উল্লাহ আমান বলেন, চট্টগ্রাম স্টেশনে বসানো লাগেজ স্ক্যানিং মেশিন এখনো চালু হয়নি। যারা স্ক্যানিং মেশিনগুলো সরবরাহ করেছেন তারা একদিন এসেছেন। আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। মূলত মেশিন গুলো কিভাবে পরিচালনা করা হবে সেই ব্যাপারে তারা ব্রিফ করেছেন। পরবর্তীতে আবার আসার কথা ছিল, এখনো আসেননি।

এই ব্যাপারে চট্টগ্রাম রেল স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, চট্টগ্রাম স্টেশনে বসানো লাগেজ স্ক্যানিং মেশিনটি এখনো পুরোদমে চালু হয়নি। গত ১০১২দিন আগে একদিন প্রশিক্ষণ দেয়া হয়েছে। ওদের লোক আবার আসবে। মেশিনটি যে জায়গায় ইনস্টল করা হয়েছে সেখানে সেফটি ব্যাস্টনী তৈরি করা হবে। যাতে সার্বক্ষণিক মেশিনটি চালু রাখা যায়। এখনো অফিসিয়ালি সেই ভাবে চালু করা হয়নি।

কক্সবাজার রেল স্টেশনের ম্যানেজার গোলাম রাব্বানী বলেন, কক্সবাজার স্টেশনে বসানো লাগেজ স্ক্যানিং মেশিনটি এখন চলছে। চালুর কয়েকদিন পর বন্ধ হয়ে গেলেও এখন পুরোদমে চলছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, যাত্রী সাধারণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ এবং রেলযোগে মাদকচোরাচালান রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সুপারিশে রেলপথ মন্ত্রণালয় ঢাকা কমলাপুর, চট্টগ্রাম ও কক্সবাজার স্টেশনে তিনটি লাগেজ স্ক্যানার মেশিন বসানো উদ্যোগ নেয়। মূলত রেলপথে মাদক নিয়ন্ত্রণের জন্য এই স্ক্যানিং মেশিন গুলো বসানো হয়েছে। এই স্ক্যানার মেশিন গুলোর একটি সুবিধা হচ্ছে কোনো প্রকাশ অবৈধ মালামাল যেমনমাদকচোরাচালন পণ্য রেলযোগে পরিবহন করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ছয় দিনের কর্মসূচি
পরবর্তী নিবন্ধঅসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার