আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের নেতৃত্বে নেতৃবৃন্দ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সাথে গতকাল বুধবার সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আঞ্জুমানের নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীনকে আঞ্জুমানের কর্মকাণ্ড বিষয়ে অবহিত করেন। বিভাগীয় কমিশনার আঞ্জুমানের সেবামূলক কাজের প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন। বিভাগীয় কমিশনার আঞ্জুমানকে সকল সেবামূলক কাজের সাহায্য ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আঞ্জুমানের পক্ষে বিভাগীয় কমিশনারকে সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ–সাধারণ সম্পাদক কাজী মো. আশেকে এলাহী, র্নিবাহী সদস্য আফতাব রহিম চৌধুরী (ফেরদৌস), মোহা. ওসমান গণি, আজীবন সদস্য প্রকৌশলী এস এম শহীদুল আলম, দৈনিক আজাদীর চিফ রির্পোর্টার হাসান আকবর, সহকারী পরিচালক মো. সেলিম নাসের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।