চট্টগ্রামসহ সারা দেশে প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক

মামলা পরিচালনা

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রামসহ দেশের জেলা আদালতসমূহে মামলা পরিচালনার জন্য জেলা পাবলিক প্রসিকিউটরসহ (পিপি) প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুর্নীতি দমন কমিশনদুদক। দুদক জানিয়েছে, গত ১১ ফেব্রুয়ারি দুদক প্যানেল লইয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। এরপর প্যানেল লইয়ার হিসেবে অর্ন্তভুক্ত হতে যেসব আবেদন জমা পড়ে, সেগুলো যাছাই বাছাই করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ইতোমধ্যে হাইকোর্ট, ঢাকার আদালতসমূহ এবং চট্টগ্রামের জেলা জজ আদালতে দুদকের জেলা পাবলিক প্রসিকিউটরসহ (পিপি) প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আরও কয়েকটি বিভাগীয় শহর ও অন্যান্য জেলা জজ আদালতেও নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সেগুলোও সম্পন্ন হবে বলে দুদকের আইন শাখা আশাবাদ ব্যক্ত করেছে। খবর বাসসের।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, ঢাকাচট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ইতোমধ্যে জেলা পিপি এবং প্যানেল লইয়ার নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের আইন শাখা প্যানেল লইয়ার নিয়োগ সংক্রন্ত সার্বিক বিষয় দেখাশোনা করছে।

দুদক সূত্র জানায়, দুদকের দায়ের করা মামলাগুলোর বিচারকার্য পরিচালনার জন্য ঢাকায় ১৩টি আদালত রয়েছে। এর মধ্যে ঢাকায় বিশেষ জজ আদালত১ থেকে বিশেষ জজ আদালত১০ পর্যন্ত ১০টি, মহানগর দায়রা জজ আদালত, বিভাগীয় স্পেশাল জজ আদালত এবং জেলা ও দায়রা জজ আদালত রয়েছে। এছাড়া ঢাকার বাইরে প্রতিটি জেলায় জেলা ও দায়রা জজ পদাধিকার বলে সিনিয়র স্পেশাল জজ হিসেবে দুদকের মামলাগুলো পরিচালনা করে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধঅসময়ে টমেটো
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, নগদ টাকা ও লাল পাসপোর্ট উদ্ধার