প্রাণের বাংলা ভাষা

জহিরুল হক বিদ্যুৎ | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

মায়ের মতো মধুর আমার

প্রাণের বাংলা ভাষা,

এই ভাষাতেই পুরাই মনের

সকল স্বপন আশা।

সুখদুঃখ ও হাসিকান্না

এই ভাষাতেই গাঁথা,

মাতৃভাষার গৌরবে আজ

হয় যে উঁচু মাথা।

দোয়েল টিয়া ফিঙে শ্যামা

বাংলাতে গায় গান,

এই ভাষারই দেশের গানে

জুড়ায় মন ও প্রাণ।

এই ভাষাতেই বাঁচার স্বপন

এই ভাষাতে মরণ,

রাখবো ধরে ভাষারই মান

করবো শহীদ স্মরণ।

পূর্ববর্তী নিবন্ধঘুম ভাঙানোর গপ্পো
পরবর্তী নিবন্ধআমার ঘুড়ি