রাঙ্গুনিয়ায় আজিজুল ইসলাম নামে এক কৃষকের বিভিন্ন জাতের ৬৫ শতক সবজি ক্ষেত ‘ঘাস মারার বিষ’ প্রয়োগে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক কষ্টের ফসল চোখের সামনে মরে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন। এতে ৩ লাখ টাকার ফসল নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
গত সোমবার দিবাগত রাতে উপজেলার পারুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্য পারুয়া গ্রাম এলাকার ‘পরান্নে বিল’ মাঠে এ ঘটনা ঘটে। কৃষক আজিজ একই এলাকার মো. ইসমাইলের ছেলে। এদিকে মানুষের প্রতি শত্রুতা করে ফসলের এমন ক্ষতি করা চরম বর্বরতা বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে গেলে দেখা যায়, ফসলের মাঠে বিলাপ করে কাঁদছেন আজিজুল। নষ্ট হওয়া ফসলগুলো দেখছেন। এ সময় জানতে চাইলে তিনি জানান, মঙ্গলবার সকালে গিয়ে দেখেন শসা, ঢেঁড়স, বরবটিসহ বিভিন্ন সবজি গাছ মরে যেতে শুরু করেছে। পরে স্থানীয় কৃষক ও সার–কীটনাশকের দোকানদারকে দেখালে তারা জানান, জমিতে ঘাস মারার বিষ ছিটানো হয়েছে। এতে গাছগুলো প্রায় মরে গেছে। কৃষক আজিজুল আরও জানান, বিভিন্নজনের কাছ থেকে ধার–দেনা করে প্রায় এক লাখ টাকা ব্যয়ে তিনি এ সবজি ক্ষেত গড়েছেন। ইতোমধ্যেই কষ্টের ফসল আসতে শুরু করেছে। কিছু কিছু সবজি একবার তোলে বিক্রিও করেছেন। এভাবে সম্পূর্ণ ফসল বাজারজাত করে ব্যয়সহ লাভ উঠে এলে তা দিয়ে দেনা মিটিয়ে লাভের প্রত্যাশা করেছিলেন তিনি। কিন্তু তার আগেই শত্রুদের দেয়া বিষে তার কষ্টের ফসল নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার ফসল নষ্ট হয়েছে বলে দাবি করেন। কারা এমন শত্রুতা করেছে, এমন প্রশ্নে তিনি জানেন না বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমার সাথে কারোর এমন কোন শত্রুতাও নেই। তবে মাসখানেক আগে কিছু মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। তাদের মাদক ব্যবসার প্রতিবাদ করেছিলাম। তারপরও আমি চোখে যেহেতু দেখিনি, তাই কে আমার এতোবড় ক্ষতি করেছে বুঝতে পারছি না।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, ঘটনাটি আমাদের এখনো জানানো হয়নি। তবে আমরা একজন কর্মকর্তাকে সরেজমিনে পাঠিয়ে বিষয়টি যাচাই করে দেখব।