মহানগর বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম উদ্বোধন

জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির আসল শক্তি : মীর হেলাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

নগরে ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। গতকাল বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয় চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে প্রতিটি সাংগঠনিক ওয়ার্ডে ২টি করে সদস্য সংগ্রহ ফরমের বই বিতরণ করা হয়। প্রতি বইয়ে ১০০টি করে ফরম রয়েছে। ‘প্রাথমিক সদস্য পদ নবায়ন’ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, প্রাথমিক সদস্য পদ নবায়ন সম্পর্কিত কেন্দ্রীয় মনিটরিং টিমের সদস্য আল মেহেদী তালুকদার ও রিয়াদ ইকবাল।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণের হয়ে কাজ করবে বিএনপি। এ কার্যক্রম শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দলের প্রতি আমাদের অঙ্গীকার, আত্মত্যাগ ও দায়িত্ববোধের প্রতিফলন। আমাদের এই সদস্যপদ হলো গৌরব ও সংগ্রামের প্রতীক। তিনি বলেন, এই দলের লাখো নেতাকর্মী অতীতে ভীষণ নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন, কিন্তু তবুও তারা অবিচলভাবে এই দলের সঙ্গে রয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম যেন কেবল কাগজকলমে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করতে হবে। প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব জনগণের হৃদয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া। কারণ জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির আসল শক্তি। আমাদেরকে মনে রাখতে হবেবিএনপি জন্মলগ্ন থেকে এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য লড়াই করেছে। তাই এই সদস্য সংগ্রহ কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সেই লড়াইকে আরও তীব্রতর করব এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করে তুলব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ। এছাড়া মহানগর বিএনপির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আবুল হাশেম, মোহাম্মদ মহসিন, খোরশেদ আলম, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম, সৈয়দ শিহাব উদ্দিন আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউর আলম স্বপন, মোশারফ হোসেন ডিপটি, জাফর আহম্মদ, এ কে খান, মাহবুব রানা, এম এ সবুর, নুর উদ্দিন হোসেন নুরু, আবু মুসা, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে যুবকের সাত বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধফসলের সাথে এ কেমন শত্রুতা!