খোলা ট্রাকে ময়লা পরিবহন, পথচারীদের অস্বস্তি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

নগরীতে ময়লা পরিবহনে বেহাল অবস্থা বিরাজ করছে। খোলা ট্রাকে উন্মুক্ত অবস্থায় পরিবহন করা হয় ময়লা আবর্জনা। খোলা ট্রাক থেকে পথে পথে ময়লা আবর্জনা এবং পানি পড়তে থাকে। এতে পথচারী এবং রিকশাযাত্রীসহ মানুষের ব্যাপক অসুবিধা হলেও সেদিকে কারো কোন ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ করা হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত ময়লা ট্রাকে করে শহরের দুইটি নির্দিষ্ট ময়লার ডিপোতে নিয়ে যাওয়া হয়। আনন্দবাজার এবং আরেফিন নগরে ফেলা হয় শত শত ট্রাক ময়লা। আর এসব ট্রাক নগরীর রাস্তা দিয়ে উন্মুক্ত অবস্থায় ময়লাগুলো পরিবহন করে। দিনের বেলায় ব্যস্ত সড়ক ধরে ময়লার গাড়িগুলো যখন ছুটে তখন পথে পথে ময়লা ছিটকে পড়ে, অনবরত ময়লা পানি ট্রাক থেকে পড়তে থাকে। গতকাল একাধিক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের বেলায় এভাবে ময়লা টানার ফলে আমরা চরম অস্বস্তি বোধ করি। তারা ময়লা পরিবহনে কোন বিকল্প খুঁজে বের করার জন্য সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মানের ভোট করতে ৪০ লাখ ইউরো দেবে ইইউ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ফ্রিতে ইন্টারনেট সংযোগ না দেয়ায় যুবককে পেটালো এসআই