সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে

রাউজান উপজেলা বিএনপির মতবিনিময় সভায় গোলাম আকবর

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, খুন, সন্ত্রাস, চাঁদাবাজী, দখলদারিত্ব করে কোনদিন দিন জনসাধারণের মন জয় করা যাবে না। সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক না কেন তারা মানসিকভাবে দুর্বল, তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। সন্ত্রাস কোনদিন চিরস্থায়ী নয়। এই খুন, সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং এসবের মদদ দাতার মুখোশ উন্মোচন করে তাদের প্রতিহত করা হবে। তিনি গতকাল সোমবার বিকেলে নগরীর বিভারলি হিলে আয়োজিত রাউজান উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পরে সাধারণ জনগণ মনে করেছিল এসব চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। কিন্তু নব্য চাঁদাবাজরা এসে এর পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, শফিউল আলম চৌধুরী, সেলিম নুর, জিয়াউদ্দিন হায়দার, নাসির উদ্দিন, দিদারুল আলম, শরফত উল্লাহ বাবুল, হাজী আব্দুল মান্নান, কমলেন্দু শীল, আবু তাহের, এন এ বাবুল, নাঈম উদ্দিন মিনহাজ, এডঃ আবু সাঈদ, আবছারুজ্জামান, দিদারুল আলম, সিরাজ চেয়ারম্যান, মোঃ আনোয়ার, আনোয়ারুল আজিম, মোঃ জসিম উদ্দিন, মোঃ শাকিল ইসলাম, শওকত আলম, এমদাদুল হক, মোঃ ফারুক, মোঃ এনাম, নুরুল আবছার দুলাল, রায়হান উদ্দিন ইরফান, সাফায়েত রাকিব প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার দাবি, সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধযে সাহাবিকে বন্ধু বানাতে চেয়েছিলেন মহানবী (সা.)