গুলিবিদ্ধ ভাইয়ের মৃত্যুর ভিডিও দেখে ট্রাইব্যুনালে কাঁদলেন বড় ভাই

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ১০:০০ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার মৃত্যুদৃশ্যের ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়লেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসা বড় ভাই রবিউল আওয়াল ভূঁইয়া। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র রবিউল (২৫) গতকাল সোমবার ট্রাইব্যুনাল১ এ সাক্ষ্য দেন এবং ভাইয়ের মৃত্যুর ঘটনার বিবরণ শোনান। নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইমাম হাসান তাইম ভূঁইয়া ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফুটব্রিজের কাছে পুলিশের গুলিতে নিহত হন।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তখনকার আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন তিন জনের সাক্ষ্য নেওয়া হয়। খবর বিডিনিউজের।

সাক্ষ্যে আওয়াল বলেন, গত বছর তিনি সিলেটে এবং তার ছোট ভাই ইমাম হাসান তায়িম ভূঁইয়া ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত সে সারাদিন আন্দোলনে অংশগ্রহণ করে। আমার মা তার ব্যাগ নিয়ে কাছাকাছি বসে থাকত। ১৯ জুলাই রাত্রে সরকার কারফিউ জারি করে। ২০ জুলাই দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। এর মধ্যে চা খাওয়ার কথা বলে তায়িম বাইরে গিয়ে আন্দোলনে যোগ দেয় জানিয়ে আওয়াল বলেন, ওই সময় তাকে আমি দুইবার কল দিয়েছি, কিন্তু সে রিসিভ করেনি। আনুমানিক ১২টা ৩১ এর দিকে তার ফোনে কল দিলে ফোনটি বন্ধ পাই। আনুমানিক ১২টা ৫০ এর দিকে আমি আম্মুকে ফোন দিলে তিনি জানান, বাড়িওয়ালা তায়িমের গুলিবিদ্ধ হওয়ার খবর দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় চার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিক্রি করার মাছে কেমিক্যাল ব্যবহার না করার আহ্বান