সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা জীবন এগিয়ে নিতে সহায়তার লক্ষ্যে ডিসএ্যাডভানটেইজড পিপলস এসোসিয়েশনের (ডাপা) উদ্যোগে নগরীর আকবরশাহ থানাধীন কর্ণেলহাট নিউ মনসুরাবাদস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি কাজী মোঃ শাহ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল–বাংলাদেশের (টিএলএমআই–নিউজিল্যান্ড) সহযোগিতায় এবং স্থিতিস্থাপক ডাপার জন্য সক্ষমতা বৃদ্ধি প্রোগ্রামের আওতায় চট্টগ্রাম জেলার সুবিধাবঞ্চিত ৪৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ২ হাজার করে ৯৮ হাজার টাকা শিক্ষা সহায়তা অনুদান বিতরণ করা হয়। প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার এবং শিক্ষার প্রসারে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাপার এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোকে সহায়তা করবে। এতে আরও বক্তব্য রাখেন সংস্থার কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, ম্যানেজার মো. আবুল কালাম ভূঁইয়া, এডমিন অফিসার রিয়াজুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি স্ব–সহায়ক দলের সদস্যদের জন্য আয়োজিত “সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অভিগম্যতা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।