চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি–তে গতকাল লেনদেন হয়েছ ১৮.৭৮ কোটি টাকা। মোট ২,৩৮৮টি লেনদেনের মাধ্যমে মোট ৮৬.৬৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬১.৯১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,১৫৮.৭৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৬৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৯.৪০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৭০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৫৮.১৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৭৭.৫৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৫,৭৩৬.২৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,১৬১.৪৭ কোটি টাকা। সিএসই’তে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৮ টির, দাম কমেছে ৫৪ টি আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।