ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন। এবার অবকাশ যাপনে ঘুরতে গেছেন কানাডায়।
অবকাশ যাপনের একাধিক ছবি–ভিাডিও নেটিজেনদের মাঝে শেয়ার করেছেন তিনি। জানালেন, রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য ২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন তিনি। সেখানকার মন্ট্রিয়াল বাঞ্জিতে লাফ দিয়েছেন হিমি। জীবনের প্রথম এ অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে যান এই অভিনেত্রী। পারবেন না পারবেন না বলেও শেষ পর্যন্ত লাফ দেন। সুস্থ–স্বাভাবিকভাবেই নেমে আসেন তিনি। লাফ দেওয়ার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। মাত্র দুই ঘণ্টায় সেটির ভিউ হয়েছে প্রায় তিন লাখ। হাজারও মন্তব্যে অনুসারীরা তার সাহসের প্রশংসা যেমন করছেন তেমনি নিজেদের ভয়ের কথাও লিখছেন।