বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে নবীন বরণ

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:৩০ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সামার ২০২৫ (জুলাইডিসেম্বর) সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন নবীন বরণ অনুষ্ঠানের আহ্বায়ক ড. মো সিরাজ মিয়া।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরীন আফরিন ও আইন বিভাগের শিক্ষক ফরহাত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদ বিন রহিম, ইংরেজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী।

প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের দোরগোড়ায় পা রেখে তোমরা জীবনের এক নতুন যাত্রা শুরু করলে। মনে রাখবে, এখানে আসার মূল উদ্দেশ্য কেবল ক্লাসে উপস্থিত থাকা বা পরীক্ষায় ভালো ফল করা নয় বরং জ্ঞানকে নিজের ভেতরে ধারণ করে দক্ষতায় রূপান্তরিত করা। আমাদের প্রতিটি লেকচার, প্রতিটি আলোচনা এবং প্রতিটি শিক্ষণ কার্যক্রমের ভেতরে অগণিত সম্ভাবনা লুকিয়ে আছে। তোমাদের দায়িত্ব হবে সেই সম্ভাবনাগুলোকে নিজের মধ্যে আত্মস্থ করা এবং জীবন ও কর্মক্ষেত্রে তা প্রয়োগের যোগ্য করে তোলা।

রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি এক ক্যাম্পাস, যেখানে স্বপ্ন বোনা হয় এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা প্রস্তুত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সবই আমাদের সম্মানিত চেয়ারম্যানের সেই মহৎ স্বপ্নকে এগিয়ে নেওয়ার অংশ, যেখানে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, বরং দক্ষ, দায়িত্বশীল এবং মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে।

নবীণ শিক্ষার্থীদের মধ্যে অর্পিকা ধর, সাদিয়া ইসলাম, তামান্না তাবাস্‌সুম, সুবর্ণা দাশ, বৃষ্টি মিত্র ও মেহবুবা তাহের মিম বক্তব্য রাখেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রানারআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধসিভাসু যুব রেড ক্রিসেন্টের নবীনবরণ ও সার্টিফিকেট বিতরণ