রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর সভা

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:২৭ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং রেইনবোর ১৯০তম সভা গত ১৪ আগস্ট নাসিরাবাদ সিএমপি অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট সাবিনা কাইয়ূম। বক্তব্য রাখেন পিডিজি রোহেলা খান চৌধুরী, রোটারি ক্লাব অব এনসিয়েন্টর প্রেসিডেন্ট এম. . মতিন, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট জাহেদা আক্তার মিতা, আবদুল মামুন বাহার, নাসিরুল হক, ইফতেখার উদ্দিন খান, আলী মাহাবুব, রোকেয়া সুলতানা, সুবর্ণা শিশির, এরসাদুল হক, এস কে রাসেল উদ্দিন ও আবদুল্লাহ আল নোমান। উপস্থিত ছিলেন লুপর্ণা মুৎসুদ্দী, সাইফুল ওসমান, সুরাইয়া আক্তার, ফারহানা শিমুল প্রমুখ।শেষে রেইনবো ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট সাবিনা কাইয়ূম একজন প্যারালাইজড রোগীকে কমোডসহ একটি হুইল চেয়ার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবেশে চালককে ছুরি মেরে টেক্সি ছিনতাই, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে হেফাজতে ইসলামের মতবিনিময়