ফটিকছড়িতে ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:২৪ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন বিবি ইটভাটার পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীখাল রক্ষায় মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম সংস্কৃতি লালন ও পরিচর্যা করা সময়ের দাবি
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক