নগরীর বিভিন্ন এলাকায় সড়ক দখল জনদুর্ভোগ চরমে

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

প্রতিদিন লাখো মানুষের পদচারণা ও যানবাহনের চলাচল হয় চট্টগ্রাম নগরীতে। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ এলাকার একটি বড় সমস্যাসড়ক ও ফুটপাত দখল। বিশেষ করে ফার্নিচার ব্যবসায়ীরা রাস্তার প্রায় অর্ধেক অংশ জুড়ে দোকান সাজিয়ে বসে আছেন।

রাস্তার এই অবৈধ দখল শুধু যানবাহনের গতি ব্যাহত করছে না, দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ করেই কাঠের স্তূপ বা ফার্নিচারের মাঝে ঢুকে যেতে হচ্ছে পথচারীদের, বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের জন্য বিষয়টি আরও বিপজ্জনক।

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হলে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করা এবং বিকল্প জায়গায় ব্যবসার সুযোগ সৃষ্টি করাও প্রয়োজন। একই সঙ্গে নাগরিকদেরও সচেতন হতে হবে। ফুটপাত ও সড়ক জনসাধারণের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়এ বিষয়টি সবার মনে রাখা জরুরি। দখলমুক্ত সড়ক ও ফুটপাত কেবল শহরের সৌন্দর্যই ফিরিয়ে আনবে না, বরং নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচলের পরিবেশও নিশ্চিত করবে।

কানিজ ফাতেমা নূরী

শিক্ষার্থী বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধফেদেরিকো গারসিয়া লোরকা: অন্যতম স্প্যানিশ কবি
পরবর্তী নিবন্ধসাহায্যের বদলে ভিডিও সামাজিক ও নৈতিক অবক্ষয়ের নির্মম বাস্তবতা