বদলে গেল সিলেটের ডিসি, দায়িত্ব পেলেন সারওয়ার আলম

সাদা পাথর

| মঙ্গলবার , ১৯ আগস্ট, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

সাদা পাথর লুটের ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে সিলেটের ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মো. সারওয়ার আলম, যিনি একসময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে জনস্বার্থে অনেক অভিযান পরিচালনার জন্য পরিচিতি পেয়েছিলেন।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সিলেটের জেলাপ্রশাসক পদে রদবদলের কথা জানিয়ে বলা হয়, এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। খবর বিডিনিউজের।

শের মাহবুব ও সারওয়ার দুজনই ২৭তম বিসিএসের কর্মকর্তা। সারওয়ার আলম প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। তাকে সিলেটের ডিসি করে পাঠিয়ে শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিলক খালের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি
পরবর্তী নিবন্ধ২৮ পদে লড়তে চান ৫৬৫ জন