শ্রমিক ছাড়া উৎপাদন ও উন্নয়ন সম্ভব নয়

রেয়াজুদ্দিন বাজার লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের সভায় বক্কর

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শ্রমিক ছাড়া উৎপাদন সম্ভব নয়, শ্রমিক ছাড়া উন্নয়ন সম্ভব নয়, কিন্তু দুঃখজনকভাবে শ্রমিকরাই সবচেয়ে বেশি বঞ্চিত, অবহেলিত। শ্রমিকদের ঘামে দেশের শিল্প চলে, অর্থনীতি সচল থাকে। অথচ তারা ন্যায্য মজুরি পায় না, নিরাপদ কর্মপরিবেশ পায় না। শ্রম আইন থাকা সত্ত্বেও অনেক জায়গায় তা মানা হয় না। সময়মতো বেতন ভাতা পরিশোধ হয় না, দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া হয় না, শ্রমিক পরিবার অসহায় অবস্থায় পড়ে। তাই শ্রমিকদের কল্যাণে শ্রমিক সংগঠন গুলোকে পাশে দাঁড়াবে হবে। তিনি গতকাল রবিবার নগরীর রেয়াজুদ্দিন বাজারস্থ কার্যালয়ে রেয়াজুদ্দিন বাজার আড়তদার মালামাল লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোকসেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আব্বাস খাঁন, সদস্য সচিব আলমগীর আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খাঁন, ইয়ারুল হাসান, মো. মজনু, মো. হারুন, মো. ফারুক, মো. মাসুদ, মো. খোকন, মো. মিরাজ, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের দায়িত্ব হস্তান্তর