রিকশাচালক আজিজুরের জামিন মঞ্জুর

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:২৭ পূর্বাহ্ণ

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত। আজিজুরের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। খবর বাসসের।

গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বর থেকে মো. আজিজুর রহমানকে (২৭) আটক করা হয়। পরের দিন ১৬ আগস্ট ধানমন্ডি থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সামপ্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সমপ্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩ () ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৪০ দিন পর এসিল্যান্ড পেল কর্ণফুলী
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সাগর উপকূলে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ