মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র সেফগার্ডিং শীর্ষক কর্মশালা

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রের (বারাকা) আয়োজনে “সেফগার্ডিং” শীর্ষক এক কর্মশালা কারিতাস চট্টগ্রাম অঞ্চলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো দক্ষিণের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি ও ডেপুটি চিফ মুহাম্মদ সেলিম। আরও উপস্থিত ছিলেন, ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসিপ্রিন্সিপাল, সেন্ট প্লেসিডস স্কুল অ্যান্ড কলেজ, সিস্টার রুমা সি. কস্তা আরএনডিএম সহকারী প্রিন্সিপাল, সেন্ট স্কলাস্টিকাস স্কুল অ্যান্ড কলেজ, সিস্টার মেরি সঙ্গীতা কস্তা এসএমআরএ প্রধান শিক্ষক, সেন্ট মেরিস স্কুল, জামালখান, সিস্টার মেরি তপতী এসএমআরএ প্রধান শিক্ষক, সেন্ট জেভিয়ার স্কুল, পাহারতলী, ব্রাদার সুমন ডি কস্তা, প্রিন্সিপাল মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়, দিয়াং, আনোয়ারা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নিরাপদ পরিবেশ মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যা প্রতিটি মাদক নিরাময় কেন্দ্রের জন্য অপরিহার্য”। পাশাপাশি তিনি বারাকা’র এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কর্মসূচিতে সহায়তার আশ্বাস দেন।

কর্মশালার সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. মার্সেল রতন গুদা। কর্মশালাটি পরিচালনা করেন বারাকা’র পরিচালক ব্রাদার এডভোকেট নির্মল ফ্রান্সিস গোমেজ সিএসসি।বারাকা’র নেটওয়ার্ক অফিসার শাহরিয়ার শিমুলের সঞ্চালনায় কর্মশালায় শিক্ষক, সাংবাদিক ও চট্টগ্রাম মেট্রো ও জেলার বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধি এবং কারিতাস চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা এমদাদুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বারাকাডিআইসির প্রজেক্ট ইনচার্জ মি. অতনু বড়ুয়া অন্তু এবং বারাকা ফিমেল ডিআইসির সহকারী মাঠকর্মকর্তা আবুল বাশার হীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরবর্তী নিবন্ধদক্ষিণ আগ্রাবাদ বিএনপি নেতৃবৃন্দের সাথে পূজা কমিটির মতবিনিময় সভা