জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আনজুমান মিডিয়া কমিটির প্রস্তুতি সভা গতকাল শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পিএইচপি হাউজে অনুষ্ঠিত হয়। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি ও জুলুস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ সামশুদ্দিন।
জুলুসের সার্বিক প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। মিডিয়ার সার্বিক ব্যবস্থাপনা তুলে ধরেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সহসভাপতি ও মিডিয়া কমিটির প্রধান আমির হেসেন সোহেল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্টন্ট সেক্রেটারি জেনারেল এস এম গিয়াস উদ্দিন সাকের ও প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন।
আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গাউসিয়া কমিটির সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, দৈনিক খবরের কাগজের ব্যুরো চিফ ইফতেখারুল ইসলাম, দৈনিক কালবেলার ব্যুরো চিফ সাইদুল ইসলাম, অধ্যক্ষ আবু তালেব বেলাল, সাবের আহমদ ও আবু নাসের তৈয়ব আলী।
সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জসনে জুলুস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। আওলাদ রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ’র (রা.) মাধ্যমে আমরা এ নিয়ামত পেয়েছি। নিয়ামতের যথাযথ কদর করতে হবে। তিনি সকল পীর ভাই ও জুলুসে দায়িত্বশীলদের সর্বোচ্চ সহনশীল হওয়ার আহ্বান জানান। পরে মিলাদ ও মোনাজাত হয়।