বায়তুশ শরফে আনজুমনে ইত্তেহাদের মিলাদুন্নবী (সা.)’র প্রস্তুতি সভা

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

আগামী ১ থেকে ৫ সেপ্টেম্বর বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের উদ্যোগে ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য পাঁচদিনব্যাপী মিলাদুন্নবী (সা.) মাহফিলের প্রস্তুতি সভা গতকাল শনিবার ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.) এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল হাফেজ মুহাম্মদ আমান উল্লাহ, মজলিসুল ওলামার মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী, নুরুল কবির, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, অধ্যাপক জামাল উদ্দিন, হারুন শেঠ, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ আবদুর রহিম, মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ প্রমুখ। সঞ্চালনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন।

সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.) বলেন, তরুণ সমাজের অন্তরে প্রকৃত নবীপ্রেম ও আদর্শ প্রতিফলনের উদ্দেশ্যে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ১৯৮৪ সাল থেকে রচনা প্রতিযোগিতা, ছোটদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান পাখপাখালির আসর, শানে মোস্তফা (সা.) মাহফিল, গুণীজন সংবর্ধনা ও আজিমুশশান ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তিনি পাঁচদিনব্যাপী মিলাদুন্নবী (সা.) মাহফিল সুসম্পন্ন করার লক্ষ্যে অতীতের মতো সবরকমের সহযোগিতা প্রদানে আনজুমনে ইত্তেহাদ, মজলিসুল ওলামা ও আনজুমনে নওজোয়ানের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউচ্চশিক্ষার মাধ্যমে উন্নত গবেষণা ও উদ্ভাবনের সুযোগ তৈরি হয়
পরবর্তী নিবন্ধবিএসআরএম কারখানা পরিদর্শনে সিআইইউ শিক্ষার্থীর