খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডে মো. আব্দুর রহমানের ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল শনিবার বিকেলে উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ড বেলছড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই ঘরবাড়ি ও নগদ অর্থসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রুবেল ত্রিপুরা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতিগ্রস্ত আব্দুর রহমান বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। পরিবার নিয়ে এখন কোথায় থাকব বুঝতে পারছি না। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।