এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে মাসব্যাপী চারা বিতরণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান চট্টগ্রাম নগরীর কালুরঘাটস্থ একটি নার্সারি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় ও সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এ এম মাহবুব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ‘এক টাকায় বৃক্ষরোপণ’র প্রতিষ্ঠাতা এবং সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন, লিও ক্লাব অব গ্রিন সিটির প্রেসিডেন্ট লিও আবিরুল হক, স্বপ্নচাষী’র শিক্ষক তানিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে এ এম মাহবুব চৌধুরী বলেন, প্রকৃতি বিধ্বংসী মনুষ্যসৃষ্ট কর্মকান্ডের জন্য প্রতিনিয়ত বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। উল্লেখ্য, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে, যা নগর ও গ্রামীণ পরিবেশ সুরক্ষা, জলবায়ু অভিযোজন এবং সবুজায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। প্রেস বিজ্ঞপ্তি।