সোনাগাজীতে নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

সোনাগাজী সমিতি চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ‘মুছাপুর ক্লোজার প্রজেক্ট’ দ্রুত পুননির্মাণ, ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপদ পুনর্বাসন এবং সোনাগাজীর টেকসই উন্নয়নের জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক এবং যৌথভাবে সঞ্চালনা করেন নুরুল আবছার তৌহিদ ও আবু আহম্মদ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেনএড. আবদুল ওয়াহাব, কাজী এম এ হান্নান জিলানী, সৈয়দ রবিউল হক শিমুল, মোঃ সাইফুল আলম, জাকিয়া সুলতানা, কৃষিবিদ জসিমউদ্দীন, তাহের আহম্মদ, দেলোয়ার হোসেন মিয়াজী, গিয়াসউদ্দিন, হারুনুর রশীদ, রিয়াজ মোহাম্মদ মতিউর রহমান, মোঃ মেজবাহ, জহিরুল ইসলাম, আব্দুস সোবহানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ আগস্ট ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মুছাপুর ক্লোজার ভেঙে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়। এর ফলে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁরা জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রকৃতিভিত্তিক সমাধানযেমন নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ ও ইকোইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে ক্লোজার প্রজেক্টটি পুননির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধ এখন সময়ের দাবি। মানববন্ধন থেকে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধইট খুলে উধাও ঠিকাদার, গর্তে ভরা সড়কে দুর্ভোগ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ২