চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ আঞ্চলিক পর্ব–২ (চট্টগ্রাম অঞ্চল) উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সিজেকেএস কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান এবং জাতীয় ক্রীড়া পরিষদ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক সিহাব উদ্দিন। প্রধান বিচারক ও ফিদে আরবিটর প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক রাকিবুল ইসলাম সাচ্চু, সৈয়দ আবদুল আহাদ, ফজলে নূর বাপ্পী, জাহাঙ্গীর আলম, ফিদে মাস্টার আব্দুল মালেক, আলী কায়সার, নুরুল আমিন প্রমুখ। এই টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, কুমিল্লা জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ রেলওয়ে প্রতিনিধি অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় ৫২ জন রেটেড খেলোয়াড়সহ মোট ৫৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ১ম দিনে ২৪ জন খেলোয়াড় নিজ নিজ খেলায় জয়লাভ করেন। আজ বিকাল ৩.৩০টায় ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।