পিতা আওয়ামী লীগ পুত্র ছাত্রলীগ, দুজনেই গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন শাখার সভাপতি জসিম উদ্দিনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরজন হলেন জসিম উদ্দিনের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের আজিজনগর ইউনিয়ন শাখার সভাপতি হাসান নিহাল। গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন ও তার ছেলে হাসান নিহালের বিরুদ্ধে বান্দরবান সদর থানা এবং লামা থানায় নাশকতা সৃষ্টিসহ একাধিক মামলা রয়েছে।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, পাহাড়তলী থানা পুলিশের সহায়তায় জসিম উদ্দিন ও তার ছেলে নিহালকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটাইফয়েড টিকাদান সেপ্টেম্বর নয়, ১২ অক্টোবর থেকে শুরু
পরবর্তী নিবন্ধএসিল্যান্ড শূন্য কর্ণফুলী, সেবা পেতে দীর্ঘ অপেক্ষা