পরিকল্পিত নগরীর জন্য চট্টগ্রামকে ‘সিটি গভর্ন্যান্স’ ঘোষণা করা হোক

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় গড়ে উঠা শতাব্দীর প্রাচীন শহর চট্টগ্রাম। বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি দেশের একমাত্র সামুদ্রিক বন্দর এই বাণিজ্যিক রাজধানীতেই। কিন্তু সরকারিবেসরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতায় এই শহর আজ যুদ্ধবিধ্বস্ত নগরীর চেহারায় রূপ নিয়েছে। অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে শহরের প্রধান সড়ক থেকে অলিগলির রাস্তাগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। চসিক, সিডিএ, ওয়াসা, বিদ্যুৎ বিভাগসহ নাগরিক সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে বাড়ছে জনদুর্ভোগ।

উল্লেখ্য, নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, বেইজিং, সিডনী, তুরস্কের ইস্তাম্বুল নগরীগুলো ‘সিটি গর্ভন্যান্স’ হওয়ায় বিশ্বের উন্নত নগরীতে পরিণত হয়েছে। তাই, চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থা, পরিকল্পিত ভূমির ব্যবহার, শিক্ষা, স্বাস্থ্যসহ নাগরিক সেবা বাড়াতে ও ব্যবসাবাণিজ্যে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সিটি মেয়রকে প্রধান করে চট্টগ্রাম শহরকে ‘সিটি গর্ভন্যান্স’ ঘোষণা করার জন্য সরকার প্রধানসহ রাষ্ট্রের দায়িত্বশীলদের অনুরোধ করছি।

আবদুর রহিম

কমার্স কলেজ রোড়, মতিয়ারপোল।

পূর্ববর্তী নিবন্ধশামসুর রাহমান : প্রেম ও মানবতার কবি
পরবর্তী নিবন্ধসাগর সৈকতে