দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে : পাটওয়ারী

আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়, আমরা বিক্রি হতে আসিনি : হাসনাত

| রবিবার , ১৭ আগস্ট, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

জুলাই জাতীয় সনদ’ এর খসড়া চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর প্রক্রিয়া চলার মধ্যে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টিএনসিপি। বিদ্যমান সংবিধান বাতিলের দাবি জানিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমানে যে পরিস্থিতিগুলো চলছে, আমরা এনসিপি জনগণকে সংগঠিত করে ভবিষ্যৎ বাংলাদেশের নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, আগে গণপরিষদ নির্বাচন হতে হবে।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় দলের নেতারা এই দাবি তুলে ধরেন। ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এ আলোচনা সভায় দলটির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বক্তব্য রাখেন। খবর বিডিনিউজের।

হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে নির্বাচন পেছানোর দাবি জানিয়ে বলেন, নির্বাচনের সময়সূচি নিয়ে আমার সমস্যা নাই। নির্বাচন নভেম্বর হোক, ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক, কিচ্ছু আসে যায় না, ব্যবস্থা পরিবর্তন করে নির্বাচন হতে হবে। নির্বাচন যত দ্রুত হোক আমার কিছু যায় আসে না। কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে।

বর্তমান সংবিধানেকে ‘ফ্যাসিবাদের পাঠ্যবই’ আখ্যায়িত করে তা ফাংশন করেনি বলে দাবি করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আসন দিয়ে আমাদের কিনতে পারবেন না। আসন দিয়ে কেনা সম্ভব না, আমরা বিক্রি হতে আসি নাই। চরিত্র হনন করেও আমাদের কিনতে পারবে না।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল, যারা আহত হয়েছিল, তাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এখন ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্র লন্ডনে গিয়েছে। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। সিজদা দিয়ে ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন। সেটা একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। কোন নির্বাচন? এ সংবিধানের অধীনে। তো আপনার সিজদাটা ঠিক হয় নাই। আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। কারণ, জনগণ আপনাকে বসিয়েছেন, সে সিজদার মাধ্যমে আপনি সঠিক দিকনির্দেশনা পাবেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কাছে নতুন করে সংবিধান লেখার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষার নামে ওই সময় সরকার গঠন হয়েছিল। দেশ যদি এখন স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দেবেন। তাহলে আমরাও যদি মনে করি, দেশ যদি স্থিতিশীল হয়, তাহলে আমাদেরও একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি দিয়ে দিতে না পারেন, তাহলে আপনারও বৈধতা থাকবে না। কারণ আপনি যেই সংবিধানের ১০৬ এর মাধ্যমে আছেন, আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে।

ঐকমত্য কমিশনের সময় বাড়ানোর দরকার নেই দাবি করে এ এনসিপি নেতা বলেন, আমাদের কাছে সমাধান আছে। জুলাই সনদের যে প্রস্তাব এসেছে তা বাস্তবায়ন করে গণপরিষদ নির্বাচন হোক। ইউনুস সরকার জনগণকে নিয়ে জুলাই সনদ না দেওয়ার মাধ্যমে গাদ্দারি, বেঈমানি করেছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে জন্মাষ্টমীর শোভাযাত্রা,সম্প্রীতির আহ্বান
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় পুকুরে ডুবে ২ খালাতো বোনের মৃত্যু