লোহাগাড়ায় গত ১১ মাসে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৮৪১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকসহ অস্ত্র–গুলি। গতকাল শনিবার সন্ধ্যায় থানার লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মাদক মামলায় ২১৩ জন, অস্ত্র মামলায় ১৬ জন, জিআর ও সিআর সাজা ওয়ারেন্ট আসামি ২০ জন, জিআর ও সিআর ওয়ারেন্ট মামলায় ১৪৩ জন, নিয়মিত মামলায় ৩৩০ জন ও ১৫১ ধারায় ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল, ২৭টি এলজি, ২টি রাইফেল, ১টি গ্যাসগান, ৯১ রাউন্ড কার্তুজ–গুলি ও ১৬টি দা, ১০টি ছোরা, ৩টি কিরিচি, ১টি শাবল, ১৪২টি মোবাইল সেট, ১৪টি গরু, ১১ ড্রাম তেল, ১ কয়েল তামার তার, ৭টি সিএনজি টেক্সি, ৫টি মোটরসাইকেল, ১টি রিকশা, ১০টি ব্যাটারি, ২০০ কেজি রেললাইনের লোহার বিট, ৪ ভরি ৭ পয়েন্ট স্বর্ণ, নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও ১৫ হাজার জাল টাকার নোট।
স্থানীয়রা জানান, লোহাগাড়ায় পুলিশের টানা অভিযানে অপরাধ দমনে আশার আলো দেখছে স্থানীয় জনপদ। তবে আরো টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এসব অপরাধের শিকড় উপড়ে ফেলা সহজ হবে না। পুলিশের এমন তৎপরতায় অপরাধীরা গা ঢাকা দিতে শুরু করেছে। বিশেষ করে মহাসড়ক ও পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস, চুরি–ডাকাতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গত এগারো মাসে ধারাবাহিকভাবে সফল অভিযান চালিয়ে ৮৪১ জন আসামি গ্রেপ্তার করেছি। বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। এসব অভিযান এলাকাবাসীর সহযোগিতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে। লোহাগাড়ায় কোনো অপরাধী গোষ্ঠীকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। আমাদের অভিযান চলমান থাকবে এবং আরো জোরদার করা হবে।