লোহাগাড়ায় ট্রাফিক জোনের তল্লাশিতে ৭৫ লিটার বাংলা মদ জব্দ, আটক ২

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৯:৪৪ অপরাহ্ণ

চট্রগ্রামের লোহাগাড়ায় ট্রাফিক জোনের নিয়মিত তল্লাশিতে ৭৫ লিটার দেশীয় তৈরি মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

ধৃত আসামিরা হল, শ্যামল সর্দার (৬৫), সে চট্টগ্রামের পটিয়া উপজেলার সর্দার পাড়া (১ নং) ওয়ার্ডের মৃত মদন সর্দারের পুত্র অপরজন সাইফুল ইসলাম (৩২) একই জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডি ফুলতল (৭ নং) ওয়ার্ডের মৃত আহমদ মিয়ার পুত্র।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় উপজেলা শহরের ট্রাফিক বক্সের সামনে চট্টগ্রামমুখী একটি মাহিন্দ্রা পরিবহনে তল্লাশি চালিয়ে দেশীয় চোলাই মদসহ ২ জন জেলেকে আটক করেছে লোহাগাড়া ট্রাফিক পুলিশ।

লোহাগাড়া ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাসানুজ্জামান হায়দার বলেন, নিয়মিত তল্লাশি চলাকালীন একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি করলে দেশীয় মদসহ ২জনকে হাতে নাতে ধরা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, চকরিয়া থেকে মাছ ধরে নিজ বাড়ি বোয়ালখালী যাচ্ছিল।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদুল ইসলাম জানান, লোহাগাড়া ট্রাফিক জোন ৭৫ লিটার দেশীয় চোলাইমদসহ ২ জনকে আটক করে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত বেবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ট্রাফিক সিগনালে ধরা পড়ল মাদক, গ্রেপ্তার দুই
পরবর্তী নিবন্ধকক্সবাজারে হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ