খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক

নগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দোয়া ও মিলাদ মাহফিলে নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৯:৩১ পূর্বাহ্ণ

দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বাধীনতার পরবর্তী সময়ে জনগণের ভোটাধিকার, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি যে অবিচল ভূমিকা রেখেছেন তা জাতিয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে অসামান্য অবদান রেখেছেন’।

গতকাল বাদ জুমা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন বক্তারা। নাসিমন ভবন দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ দেশমাতা খালেদা জিয়ার চার দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম এ নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল আলম, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন। অংশ নেন মহানগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, আবুল হাশেম, ইস্কান্দার মির্জা, মুজিবুল হক, মোহাম্মদ খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, মশিউর আলম স্বপন, মোশাররফ হোসেন দিপ্তী, মো. জাফর আহম্মদ, শিহাব উদ্দিন আলম, একে খাঁন, নুরুদ্দিন হোসেন নুরু, আবু মুসা, হানিফ সওদাগর, মোহাম্মদ আজম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, জাসাসের নগর সভাপতি মুসা বাবলুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদের আইনি ভিত্তি ও বিচার দৃশ্যমান করতে হবে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের