চসিক তীর্থ দর্শন পরিচালনা পরিষদের মতবিনিময় সভা

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভিন্নতার কারণে ধর্মের পার্থক্য থাকলেও সকল ধর্মের ও মানুষের লক্ষ্য এক। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ ও তার কৃপা কামনা। তিনি গত ১৪ আগস্ট বিকালে নগরীর বাটালি হিলস্থ নগর ভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তীর্থ দর্শন পরিচালনা পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তীর্থ দর্শন পরিচালনা পরিষদের সহসমন্বয়কারী সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে এবং পরিষদের সাবেক আহবায়ক অধ্যাপক ডা. সুবল আচার্য্যের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী ৩৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, আহ্বায়ক সাবেক প্রকৌশলী সোমনাথ দাশগুপ্ত রাজু, সদস্য সচিব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক আলোকচিত্র গ্রাহক রতন চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রবীর কুমার আচার্য্য, সত্যজিৎ পালিত, তপন কান্তি ধর, নিবেদিতা ভট্টাচার্য্য, রিনা তালুকদার, ডা. জোনাকি দেবী, সুপ্রিতি দত্ত, তপন কান্তি দাশ, বকুল রানী ধর, কৃষ্ণা দাস, দীপ্তি চৌধুরী, ববিতা চৌধুরী, আঁখি চৌধুরী, মীনাক্ষী নন্দী, মিলন রায়, ইন্দিরা রায়, উজ্জ্বল পাল চৌধুরী, সুভাষ চৌধুরী, খোকন কান্তি সুশীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নের দেশ গঠনের দায়িত্ব সবার
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল