তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ১৪ দিন

গোপালগঞ্জে সহিংসতা

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টিএনসিপির ‘জুলাই পদযাত্রার’ সমাবেশ ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। গত বৃহস্পতিবার কমিশন ও তদন্ত প্রতিবেদন প্রদানের মেয়াদ আগামী ২৭ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২৪ জুলাই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবু তারিককে সভাপতি করে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করে সরকার। সেই সময় জারি করা প্রজ্ঞাপনে তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। সেই মেয়াদ শেষ হয়েছে গত বুধবার। এর মধ্যে তদন্ত শেষ না হওয়ায় আরও দুই সপ্তাহ সময় বাড়াল সরকার। কমিশনের অন্য সদস্যরা হলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম, ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী। খবর বিডিনিউজের। এর আগে ১২ ও ১৩ অগাস্ট তদন্ত কমিশনের সভাপতিসহ ছয় সদস্য গোপালগঞ্জে থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ঘটনার প্রত্যক্ষদর্শী, নিহতদের পরিবারের সদস্য, প্রশাসন, পুলিশ কর্মকর্তা ও সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলেন। গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় পাঁচ ঘণ্টার সহিংসতায় চারজন মারা যান। পরদিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মামলায় ১৬ হাজার ১৬২ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এক হাজার ২৫২ জনের নাম এবং অজ্ঞাতপরিচয় আরও ১৪ হাজার ৯১০ জনকে আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধড. মাহবুবুল হক : আমাদের সময়, শিক্ষাজীবন ও শিক্ষকমণ্ডলি
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র