শুভ জন্মাষ্টমী আজ

আজাদী ডেস্ক | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সনাতন হিন্দু সমপ্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। এদিন দেশের হিন্দু সমপ্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন।

জন্মাষ্টমী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দেয়া বাণীতে বলেছেন, ছাত্রশ্রমিকজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সমপ্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি বলেন, সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সামপ্রদায়িক সমপ্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে গতকাল শুক্রবার এক বাণীতে প্রধান উপদেষ্টা এ সব কথা বলেছেন। তিনি এ সময় শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ হিন্দু সমপ্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায়অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সমপ্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।

চট্টগ্রামে জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা আজ : জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশকেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উৎসব বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আজ শনিবার থেকে শুরু হবে। নগরীর রহমতগঞ্জস্থ ঐতিহাসিক জেএম সেন হলে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেআজ সকাল ১০টায় আন্দরকিল্লা মোড় থেকে বের হবে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকআজম বীর প্রতীক। মহান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আশীর্বাদক থাকবেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দুপুর ২টায় জেএম সেন হলে অনুষ্ঠিত হবে যুবসম্মেলন। বিকাল ৩টায় মাতৃসম্মেলনে প্রধান অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিকাল ৫টায় ধর্মমহাসম্মেল ও সাধুসন্ত ঋষি বৈষ্ণব সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। রাত ৮টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস। ১৭ ও ১৮ আগস্ট চলবে ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন। প্রতিদিন দুপুর ও রাতে ভক্তদের মাঝে বিতরণ করা হবে মহাপ্রসাদ। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল ভক্তমন্ডলীদের উপস্থিত থাকার জন্য জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু, কার্যকরী সভাপতি আয়ান শর্মা, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, মহাশোভাযাত্রা উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব রুভেল দে অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতায় মুজিবের অবদান স্বীকার করেন নাহিদ, জাতির পিতা মানেন না
পরবর্তী নিবন্ধনতুন বাংলাদেশ গড়তে বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকতে চাই