চন্দনাইশে রোকসানা আকতার (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নের পূর্ব ছৈয়দাবাদ রহমানিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ৬ সন্তানের জননী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আমান উল্লাহর মেয়ে রোকসানা আকতার তিন ছেলে ও তিন মেয়ের জননী। তার স্বামী তছলিম উদ্দিন দীর্ঘদিন লক্ষ্মীপুরে থাকেন। ফলে তারা স্বামী–স্ত্রীর মধ্যে যোগাযোগ ছিল না। স্বামী ছাড়া ৬ সন্তানের ভরণ–পোষণ সামলাতে পারছিলেন না তিনি। এক সময় মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার দিন রাতে সবার অগোচরে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।