নির্ধারিত কিছু নেই, যুদ্ধই বন্ধ চান ট্রাম্প

আলাস্কায় বৈঠক, বৈঠকের ফলাফল নিয়ে কোনো পূর্বাভাস নেই : রুশ পররাষ্ট্রমন্ত্রী

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৫:৩৬ পূর্বাহ্ণ

আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের সফলতা কীসের উপর নির্ভর করছে? এমন প্রশ্নে ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধ দেখতে চান। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানে দাঁড়িয়ে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, বৈঠক কীসে সফল হবে সেটি আমি বলতে পারছি না। আমি জানি না। কোনো কিছুই একেবারে নির্ধারিত নয়। আমি নির্দিষ্ট কিছু চাই, আমি চাই যুদ্ধবিরতি। ট্রাম্প বলেন, আমি খুব শিগগিরই যুদ্ধবিরতি চাই। আজকেই যদি সেটা না হয়, আমি খুশি হব না। আমি হত্যাযজ্ঞ বন্ধ চাই। খবর বিডিনিউজের।

গত সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্মত নাহলে পুতিনকে ‘খুব মারাত্মক ফল’ ভোগ করতে হবে। আলস্কায় রুশ প্রেসিডেন্টের বৈঠকের উদ্দেশে উড়াল দেওয়ার আগে এ বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, অর্থনৈতিকভাবে খুব মারাত্মক, হ্যাঁ। এটা খুবই মারাত্মক হবে। ট্রাম্প বলেন, এটা তিনি নিজের জন্য করছেন না। অনেক মানুষের জীবন বাঁচানোর জন্য করছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের ফলাফল নিয়ে রাশিয়া আগাম কিছু বলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

অ্যাঙ্কোরেজ থেকে এএফপি জানায়, সের্গেই ল্যাভরভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমরা কখনোই আগে থেকে কোনো পূর্বাভাস করি না। তিনি বলেন, আমরা জানি যে, আমাদের যুক্তি রয়েছে এবং আমাদের অবস্থান স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। আমরা সেটি উপস্থাপন করব।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা টিসিবির পণ্য পাবেন সোমবার থেকে
পরবর্তী নিবন্ধনির্বাচন ফেব্রুয়ারিতেই, কোনো সন্দেহ নেই : শফিকুল আলম