বিপিসির অধীনস্থ অস্থায়ী শ্রমিকদের মানববন্ধন

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী জুলাই মাসের ১ তারিখ হতে দৈনিক ৮০০ টাকা মজুরি, চাকরি স্থায়ীকরণ ও ঈদ বোনাস বৈশাখী ভাতাসহ মোট ৫ দফা দাবিতে নগরীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক মজুরিতে কাজ করা অস্থায়ী শ্রমিকরা। মানববন্ধন শেষে বিপিসি বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়। অন্যদিকে শ্রমিকদের এই দাবি যৌক্তিক বিবেচনা করে একমত পোষণ করে বাংলাদেশ বিএনপি ও জাতীয় শ্রমিক দল। এসময় উভয় দলের নেতাকর্মীরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার নগরের বন্দর থানাধীন বিপিসির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ প্রতিষ্ঠানে নিযুক্ত দৈনিক ভিত্তিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম এ নাজিম উদ্দীন। মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম এ নাজিম উদ্দীন বলেন, তাদের দাবিগুলো গ্রহনযোগ্য। সরকারের উচিত এগুলো মেনে নেওয়া। ভবিষ্যতে তাদের এ দাবিগুলো আদায়ের স্বার্থে শ্রমিকদল পাশে থাকবে। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক এম এ আজিজ এই দাবীগুলোর সাথে ঐক্যমত পোষন করে বলেন এগুলো মানবিক দাবি। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. নুরুল আফসার, সাহাবউদ্দিন, মজিবুল হক, মঞ্জুর কাদের, হাজী হারুন কোম্পানি, সরফরাজ কাদের রাসেল, মোহাম্মদ ইয়াছিন, দেলোয়ার হোসেন, ওয়াহিদুল আলম বাবলু, কফিল উদ্দিন, মনির হোসেন, মামুনুর রশিদ, সালাউদ্দিন মাহমুদ, নজরুল ইসলাম ফাহিম, মইনুদ্দিন আলম, মাহফুজুর রহমান মুন্সী, আইয়ুব আলী, তারেকসহ পদ্মা মেঘনা যমুনা ও এলপিজির অস্থায়ী আরো অনেক শ্রমিকরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজহুরুল আলম
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় জুয়ার আসর, মৎস্যজীবী লীগ নেতাসহ গ্রেপ্তার ৬