বড় হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু বাংলাদেশ ‘এ’ দলের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া সফরের শুরুটা বড় হার দিয়েই হলো বাংলাদেশ ‘এ’ দলের। গতকাল টপ এন্ড টিটোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনসের কাছে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। ব্যাটেবলে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের প্রতিনিধিরা। প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান শাহীনস নির্ধারিত ২০ ওভারে ২২৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ভাল শুরু করেও ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। বিশেষ করে বাংলাদেশ দলের ব্যাটাররা দিয়েছে চরম ব্যর্থতার পরিচয়। ৫৬ রানে ৯ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান শাহীনস দারুন সুচনা করে। দুই ওপেনার খাজা নাফে এবং ইয়াসির খান ১১৮ রান তুলে নেয় মাত্র ১১.১ ওভারে। ৩১ বলে ৬১ রান করা খাজা নাফে রান আউট হলে ভাঙ্গে এজুটি। ৮টি চারের পাশাপাশি ২টি ছক্কা মেরেছেন নাফে। দ্বিতীয় উইকেটে আবদুল সামাদকে নিয়ে মাত্র ১১ রান যোগ করতে পারেন ইয়াসির খান। মাহফুজুর রহমান রাব্বির বলে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন এই ওপেনার। তার আগে ৪০ বলে ৭টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৬২ রান করে আসেন ইয়াসির। এরপর দলকে টেনেছেন আবদুল সামাদ। অপর প্রান্তে অবশ্য তাকে বেশ ভালই সঙ্গ দিয়েছেন মোহাম্মদ পাইক এবং অধিনায়ক ইরফান খান। আবদুল সামাদের অপরাজিত ২৭ বলে ৫৬ রানের সুবাধে ২২৭ রানে পৌছে পাকিস্তান। ১টি চারের পাশাপাশি ৫টি ছক্কা মেরেছেন সামাদ। এছাড়া পাইক ১০ বলে ১৮ এবং ইরফান ১২ বলে করেন ২৫ রান। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান, হাসান মাহমুদ এবং রাব্বি।

২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ ‘এ’ দল প্রথম ওভারেই হারায় মোহাম্মদ নাঈমকে। তবে দ্বিতীয় উইকেটে জিসান আলম এবং সাঈফ হাসান মিলে বেশ ভালই এগুচ্ছিলেন। কিন্তু ৮৬ রান যোগ করে বিচ্ছিন্ন হন দুজন। ১৭ বলে ৩৩ রান করা জিসান আলমকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন সাদাকাত। পরের ওভারে ফিরেন আফিফ হোসেন। আর ১৪ রান যোগ করতেই ফিরেন সাইফ হাসান। তবে ফেরার আগে ৩২ বলে ৫টি চার এবং ৩টি ছক্কায় ৫৭ রান করে আসেন সাঈফ। এরপর আর দাড়াতে পারেনি বাংলাদেশের কোন ব্যাটারই। একের পর এক ব্যাটাররা সাজঘরে ফিরতে থাকেন। মাঝখানে অধিনায়ক নুরুল হাসান ১৬ বলে ২২ রান করলেও পরের কোন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পারেনি। ফলে ১৯ বল বাকি থাকতে ১৪৮ রানে অল আউট হয় বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান শাহীনসের পক্ষে ৩০ রানে ৩টি উইকেট নিয়েছেন সাদ মাসুদ। এছাড়া ১৯ রানে ৩টি উইকেট নিয়েছেন ফয়সাল আকরাম। ২৪ রানে ২টি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন পাকিস্তানের ওপেনার ইয়াসির খান। বাংলাদেশ ‘এ’ দল নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং কিংসের কাছে প্রায় ৪৬ কোটি টাকা দাবি বিসিবির
পরবর্তী নিবন্ধবাবার ইচ্ছা পূরণের জন্যই ফিরব : সৌরভ রায়