চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশীপে ইফতেখার আলম অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতার নবম ও শেষ রাউন্ডে খেলায় তিনি তুষিন তালুকদার সাথে ড্র করে ৮ পয়েন্ট অর্জন করে। আর তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় তার। চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই বেশ দাপটের সাথে এগুচ্ছিলেন ইফতেখার। যার শেষটা করেছেন তিনি শিরোপা জিতে। এদিকে প্রতিযোগিতার সমান নয় খেলায় ৭.৫ পয়েন্ট পেয়ে দিব্য দাশ গুপ্ত রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ৭জন খেলোয়াড় ৭ পয়েন্ট করে পেয়েছে। আর এদের মধ্য থেকে টাইব্রেকের মাধ্যমে ফিদে মাষ্টার আবদুল মালেক তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া রাব্বি সেলিম চতুর্থ, তুষিন তালুকদার পঞ্চম, মোহাম্মদ ইমন ৬ষ্ঠ, মুজিবুর রহমান সপ্তম, নাজিফ নিয়াজ অষ্টম ও উষাসিং মারমা নবম স্থান অর্জন করেন। টুর্নামেন্টের শীর্ষ ৬ জন দাবাড়ু চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে আগামীকাল থেকে শুরু হওয়া ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়ানশীপে জোন–২, চট্টগ্রাম অঞ্চলে অংশ গ্রহন করতে পারবে। আগামী ১৬–২০ আগস্ট এই প্রতিযোগিতা চট্টগ্রাম জেলা ষ্টেডিয়ামের কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এদিকে মহিলা বিভাগে উন্মিয়া বিনতে ইউছুপ লুবাবা, অনূর্ধ্ব–১৮ ও ইয়ুথ বিভাগে তুষিন তালুকদার, অনূর্ধ্ব–১৬ বিভাগে সুপ্রতিক নাথ, অনূর্ধ্ব–১৪ বিভাগে সফিউল মুসনাবিন, অনূর্ধ্ব–১২ বিভাগে অনিন্দ্য রিক, অনূর্ধ্ব–১০ বিভাগে নাজিফ নিয়াজ ও অনূর্র্ধ্ব–৮ বিভাগে আহমেদ আফরাজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। চট্টগ্রাম জেলা ষ্টেডিয়ামের সিজেকেএস কনভেনশন হলে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় মুজিবুর–রিক কিশোরকে, আফরাজ আহমদ–বাবলুকে, টিটু–জাহাঙ্গীরকে, অন্বয় দাশ–আনুষ্কা শর্মাকে, আদিয়া–আইলান দ্বীপকে, মাহবুব–সানোয়ারকে, ঈশান–আলী কায়সারকে, উষাসিং–সাইফুলকে, সুবাস সরকার–প্রিমাকে, আমজাদ–শুভজিতকে, সৃজন–আবিরকে পরাজিত করে। এছাড়া মালেক ও তুষিন, দিব্য ও নাজিফ, এয়াকুব ও লুবাবা, আফিফ ও সুলতানের মধ্যকার খেলাগুলো ড্র হয়েছে। ৭দিন ব্যাপী ৯ রাউন্ড সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৭০ জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু সহ মোট ১১৮ জন দাবাড়ু অংশ গ্রহণ করে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক। এই চ্যাম্পিয়নশিপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২০ আগস্ট বুধবার রাত ৮ টায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের শীর্ষ ৬জন সহ বয়স ভিত্তিক বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।