বেশ কিছুদিন যাবৎ মোটেও আলোচনায় নেই বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। এই সুযোগে মিডিয়া তাকে নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি করেছে। অথচ মায়ের জীবনযুদ্ধে পাশে দাঁড়াতে তাওহীদ হৃদয় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজ জেলায়। ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য তিনি যখন সিরাজগঞ্জের এনায়েতপুরে ছুটে বেড়াচ্ছেন তখনই কিছু গণমাধ্যমে দাবি তোলা হয়েছে, তিনি নাকি দেশের বাইরে গিয়েছেন চুলের চিকিৎসা করাতে। এই খবরের প্রতিক্রিয়া হিসেবে গতকাল বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে হৃদয় লিখেন ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে এনায়েতপুরের হাসপাতালে মাকে নিয়ে ছুটছি। এরকম সময়ে আমি ইংল্যান্ড বা তুরস্কে আছি কিনা সেটি যাচাই করতে এতো ফোন। এটা সত্যিই বিব্রতকর আমার জন্য।
গণমাধ্যমের কিছু আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লিখেছেন ভিউ বাণিজ্যের জন্য আর কতটা নিচে নামবেন? পাবলিক ফিগার হলেও আমি একজন মানুষ। আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। মানসিকভাবেও সবসময় ভালো থাকি না। ফোন ধরতে পারিনি। তাই এখানেই পরিষ্কার করে দিলাম। এদিকে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটাররা নাথান কেলির অধীনে স্কিল ক্যাম্প চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেখানে নেই হৃদয়। গুঞ্জন উঠেছিল চুলের চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন তিনি। এই গুঞ্জনকেই ভিত্তিহীন আখ্যা দিয়ে সরাসরি জবাব দিয়েছেন ২৪ বছর বয়সী যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।