বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে ‘ক্রাইসিস হিরোস এপ্রিসিয়েশন ও ইয়ুথ লিড কনফারেন্স–২৫ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত মেজর জেনারেল) প্রফেসর ডা. মো. আজিজুল ইসলাম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ ও ডিজাস্টার রেসপন্স বিভগের পরিচালক মো. মিজানুর রহমান ও আইসিআরসির প্রতিনিধি ডা. জাওলিসা খানম। বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, কার্যকরী পর্ষদ সদস্য এইচএম সালাহউদ্দিন, নিজামুল আলম, জিয়াউল হক, মেহেদী হাসান রায়হান, ডা. ফারহানাজ সিলভী, সালাহউদ্দিন সাহেদ, মো. এনামুল হক, ইউএলও আবদুর রহিম ও যুব প্রধান আ ন ম তামজীদ। অনুষ্ঠান সঞ্চালনা করে সাংগঠনিক ও নিয়োগ বিভাগ। উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের প্রাক্তন যুব প্রধান ও সিনিয়র যুব সদস্যবৃন্দ, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া, দুর্যোগ ও মানবিক সাড়া প্রধান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগীয় প্রধান মো. আসির হামিম চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।