রাঙামাটি পৌরসভার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্বদিকে সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এ সময় জেলা প্রশাসক বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা রাঙামাটিবাসীকে এবং বিশেষ করে শিক্ষার্থীদের উৎসাহিত করছি, যাতে করে তারা বেশি বেশি গাছ লাগায়। গাছ একদিকে পরিবেশবান্ধব অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে থাকে। পরিবেশ সুরক্ষায় গাছের কোনো বিকল্প নেই। সকলের কাছে আহ্বান থাকবে, বর্ষার এই ভরা মৌসুমে সকলে যেন একটা করে গাছ লাগায় এবং পরিচর্যা করি। এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটির পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার প্রমুখ। রাঙামাটি পৌরসভার বৃক্ষরোপন কর্মসূচির আওতায় পৌর এলাকার সড়কের দুইপাশে ৫ শতাধিক চারা রোপম করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ।