এবং যদি তোমরা তাদেরকে সৎপথের দিকে আহ্বান করো তবে তারা শুনবে না, আর তুমি তাদেরকে দেখতে পাবে যে, তারা তোমার দিকে তাকিয়ে আছে এবং তারা কিছুই দেখে না।
–আলকোরানের বঙ্গানুবাদ (৭ : ১৯৮) সূরা আল–আ’রাফ
যাহার ওজু ভঙ্গ হইয়াছে সে পুনরায় ওজু না করা পর্যন্ত তাহার নামাজ কবুল হইবে না।
–আল হাদীস (বোখারী, মোসলেম)।
জীবন ছোট বলেই মহান।
– ডিজরেলি।