নগরীর চকবাজারের ডিসি রোড থেকে সাত বছর আগে তৌহিদুর রহমান সুমন নামের এক যুবককে অপহরণ ও গুম করার অভিযোগে ৩ ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তারা হলেন, বাঁশখালীর নাপোড়া এলাকার মো. তারেকুর রহমান প্রকাশ মো. তারেক, ডিসি রোডের মো. জাহাঙ্গীর মুন্সি ও মো. জাহাঙ্গীর। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে সুমনের ভাই মাহাবুবুর রহমান বাদী হয়ে নালিশি মামলাটি দায়ের করেন।
মামলার আরজিতে বলা হয়, সুমন ডিসি রোডের আব্দুল মোনাফ বিল্ডিংয়ের ৬ তলায় বসবাস করতেন। ২০১৮ সালের ১৩ জুন রাতে তাকে অপহরণ ও গুম করা হয়। বিএনপির একজন কর্মী ছিলেন তিনি। অন্যদিকে আসামিদের একজন তথা তারেকুর রহমান আওয়ামী লীগ কর্মী ছিলেন। মূলত পাওনা টাকা দাবি করায় তাকে অপহরণ এবং পরে গুম করা হয়। সুমন জীবিত না মৃত সে বিষয়ে তার পরিবার কোন কিছুই জানেন না বলেও মামলার আরজিতে উল্লেখ করা হয়। বাদীর আইনজীবী জিয়া হাবীব আহসান দৈনিক আজাদীকে বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।