ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান, নগর ভবনে চালক-মালিকদের বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে বিক্ষোভ করেছেন রিকশা চালক ও মালিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় টাইগারপাসস্থ নগর ভবনে শতাধিক বিক্ষুব্ধ ব্যাটারি রিকশা চালক ও মালিকরা মিছিল ও বিক্ষোভ করেছেন। এসময় মেয়র না থাকায় ব্যাটারি রিকশা মালিক ও চালকরা প্রায় ঘণ্টা খানেক মিছিল ও বিক্ষোভ করে চলে যান। প্রসঙ্গত, নগরীর বিভিন্ন স্থানে সিএমপি ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযানে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হচ্ছে। এর প্রতিবাদে ব্যাটারি রিকশা মালিক ও চালকরা গতকাল সিটি মেয়রের সাথে দেখা করার জন্য নগরীর বিভিন্ন স্থান থেকে নগর ভবন চত্বরে জড়ো হয়েছিলেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় খুলশী ঝাউতলা এলাকায় ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান চালায় সিএমপি উত্তর ট্রাফিক বিভাগ। এসময় বেশ কিছু ব্যাটারি রিকশা আটক করে পুলিশ। এ সময় ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ চালকরা। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, সড়ক অবরোধ করে অভিযান বন্ধের দাবি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১১ আগস্ট সোমবার সিএমপি কমিশনারের সই করা এক গণবিজ্ঞাপ্তিতে জানানো হয়, মহানগর এলাকায় ব্যাটারি অটোরিকশা ও গ্রাম সিএনজি অটোরিকশা চলাচল অনুমোদিত নয়। এসব যানবাহনের কারণে নগরীতে তীব্র যানজট তৈরি হচ্ছে, সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এরপরই নির্দেশনা অনুযায়ী নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধরাতের কাপ্তাই সড়কে দুই সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া প্রাণিসম্পদ কার্যালয় থেকে চুরি যাওয়া টিভি ও প্রিন্টার উদ্ধার, চোর গ্রেপ্তার