চট্টগ্রাম–কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথের হাট ও ব্রাহ্মনহাটের মাঝামাঝি স্থানে দুই সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে ৫ নারী পুরুষ গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, আহত ৫ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা নিশ্চিত হতে পারেনি আজাদী।
প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, দুই দিক থেকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সংবাদ পেয়ে নোয়াপাড়া পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।