বাঁশখালীতে আদালত থেকে বাড়ি ফেরার পথে একজনকে পিটিয়ে খুন

পূর্ব শত্রুতা ও মামলা করার জের

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১০:০৮ পূর্বাহ্ণ

বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় পূর্ব শত্রুতা ও মামলা করার জেরে মোজাহের আলী (৪৮) নামে এক ব্যক্তিকে মারধর ও পিটিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জলদি থেকে ফেরার পথে বাড়ির কাছে পূর্ব বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাহের আহমদ গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকার মৃত শেয়ার আলীর পুত্র।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, কিছুদিন আগে গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকায় মোজাহের আহমদের পুত্রকে মারধরের ঘটনায় মোজাহের বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় ৩ জন আসামি গ্রেপ্তার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে এ মামলায় আসামিদের জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে জামিন না মঞ্জুর হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেন।

নিহতের মামা আবদুর রহমান বলেন, আদালতের সকল কার্যক্রম শেষে মোজাহের ও তার ভাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে জলদি থেকে নিজ বাড়ির কাছাকাছি এলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ভাগ্নে মোজাহের আলীর।

গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলী বলেন, আমার ইউনিয়নের পূর্ব বড়ঘোনায় একজন লোক খুন হয়েছে বলে খবর পেয়েছি। পূর্ব শত্রুতা ও মামলার জেরে এ ঘটনা হতে পারে। আমি বর্তমানে এলাকার বাইরে আছি, তাই ঘটনার ব্যাপারে বিস্তারিত অবগত নই।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গন্ডামারায় প্রতিপক্ষের লোকজনের হামলায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। শুক্রবার লাশ পোস্টমর্টেমসহ পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার সাথে জড়িতদের চি‎হ্নত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে চান মেয়র
পরবর্তী নিবন্ধবেগম খালেদা জিয়ার জন্মদিন আজ সারা দেশে দোয়া মাহফিল